ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সাইক্লোন শেল্টার বা নিরাপদ স্থানে আশ্রয় বা জরুরি যোগাযোগের নম্বর (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ৩০ মে ২০১৭ , ১০:১৩ এএম


loading/img

চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ ও উপকূলীয় এলাকায় প্রচণ্ড বেগে বইছে ঘূর্ণিঝড় মোরা। বাড়ছে বাতাসের গতিবেগ ও জোয়ারের উচ্চতা। এতে অনেকেই আক্রান্ত হয়েছেন। বিভিন্ন সড়কে গাছ পড়ে বন্ধ হয়ে গেছে সড়ক-মহাসড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর । আর এসব এলাকার সবাই এখন মহাবিপদে। তাই তাদের সহায়তায় সবাই এগিয়ে আসুন। এ খবরটি বা তথ্যগুলো শেয়ার করুন, ট্যাগ করুন। এতে হয়তো বেঁচেও যেতে পারে একটি প্রাণ।

বিজ্ঞাপন

 

সাইক্লোন শেল্টার বা নিরাপদ স্থানে আশ্রয় বা জরুরি যোগাযোগের নম্বর

বিজ্ঞাপন

☎ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি- ০১৬৭৫৬২৮৮৪২ , ০১৯১৯০৯৮২০৭

☎ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ ৯৫৪০৪৫৪, ৯৫৪৫১১৫, ৯৫৪৯১১৬ ও ০১৭১৫১৮০১৯২

☎ বাঁশখালী ০৩০২৯৫৬০০০

বিজ্ঞাপন

☎ আনোয়ারা ০৩০২৯৫৬০০১

বিজ্ঞাপন

☎ সন্দ্বীপ ০১৮৭৩৫৮৮৫

☎ কর্ণফুলী ০১৮১৯০৩৪২৪১

☎ মিরসরাই ০৩০২৪৫৬০০১

☎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জরুরি কন্ট্রোলরুম ০৩১৬৩০৭৩৯, ৬৩৩৬৪৯

☎ কক্সবাজার জেলাপ্রশাসনের কন্ট্রোলরুম ০৩৪১৬৪২৫৪, ০১৭১৭০৯৪২১৩

☎ চকরিয়া উপজেলা প্রশাসন ০১৭৩৩৩৭৩২১৫, ০১৭৩৩৩৭৩২১৫

☎ কাছের সাইক্লোন সেন্টার এর ঠিকানা জানার জন্য হটলাইন ৬১১৫৪৫

☎ কেউ আহত হলে হটলাইন ৬৩৪৮৪৩

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |